ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১৩

যুক্তরাষ্ট্রে আগাম ভোটের রেকর্ড 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩০ ২৯ অক্টোবর ২০২০  

বাকি আর মাত্র ৫ দিন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিয়েছেন রেকর্ড ৭ কোটি মানুষ। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যত মার্কিনি ভোট দিয়েছিলেন, এ সংখ্যা সেটার অর্ধেকের বেশি। ইলেকশন প্রজেক্টের পরিসংখ্যান অনুযায়ী, আগাম ভোটের এ ধারা অব্যাহত থাকলে তা এক শতাব্দির মধ্যে সর্বোচ্চ হতে পারে।

 

ব্লুমবার্গের খবরে জানানো হয়েছে, যারা ভোট দিতে এসেছিলেন; তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। একইসঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি মাথায় রেখে ভোটাররা যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে ভোট দিতে আসেন। মঙ্গলবার বিকাল পর্যন্ত যত মানুষ ভোট দিয়েছেন তা ২০১৬ সালে পড়া মোট ভোটের ৫০.৪ শতাংশ। ইলেকশন প্রজেক্ট যুক্তরাষ্ট্রের আগাম ভোটের হিসাব করে  এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

 

এতে জানানো হয়, এবার যত আগাম ভোট পড়েছে তার মধ্যে ৪ কোটি ৬৩ লাখ ডাকযোগে ভোট দিয়েছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর